বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Shelly Naz

জন্ম : ১১ মার্চ, হবিগঞ্জে। বাবা মো. রহমত উল্লাহ, মা রহিমা খাতুন। শৈশব, কৈশোর ও তারুণ্যের উজ্জ্বল দিনগুলো কেটেছে সমুদ্রবিধৌত চট্টগ্রামে। স্কুল ও কলেজজীবন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় øাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চাকরিজীবনে প্রবেশ সহকারী জীবাণুবিদ হিসেবে, জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা হিসেবে ঢাকায় কর্মরত। শৈশব থেকেই লেখালেখি শুরু, মূলত কবিতা দিয়েই। প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক আজাদীতে। নক্ষত্র খচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদী প্রথম কাব্য। বিষাদ ফুঁড়ে জন্মেছি বিদ্যুৎলতা, শেকলে সমুদ্র বাজে, চর্যার অবাধ্য হরিণী, মমি ও মাধুরী এবং সব চাবি মিথ্যে বলে নামে তাঁর আরো পাঁচটি কাব্য এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গোড়া থেকেই হাঁটতে চেয়েছেন প্রথাবিরোধী ছকে। প্রতিনিয়তই খুঁজেছেন নিজের শেকড়। তাঁর কবিতায় রয়েছে আত্মনির্ণয়ের যন্ত্রণা, বিপন্নতা, সমাজবাস্তবতায় দ্বান্দ্বিকবোধ। আর লিখতে চেয়েছেন নারীর নিজের জগৎ, নিজস্ব বোধ, সমস্যা ও উপলব্ধির কথা।


Books by Shelly Naz