
Surajit Dasgupta
জন্ম কাশীপুর ১৯৩৪, গুডফ্রাইডে ২০ এপ্রিল। শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুল, বিশ্বভারতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথম উপন্যাস একই সমুদ্র পড়ে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রকাশককে লিখেছিলেন, ‘একটা নতুন কণ্ঠস্বর শুনতে পেলাম মনে হল।’ তাঁর দান্তে গ্যেটে রবীন্দ্রনাথ প্রবন্ধ গ্রন্থটি পড়ে জয়শ্রী পত্রিকাতে দীর্ঘ আলোচনা লিখেছিলেন স্বয়ং অন্নদাশঙ্কর রায়। এবং ভারতবর্ষ ও ইসলাম পড়ে লেখককে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন সমাজ-দার্শনিক পান্নালাল দাশগুপ্ত। আর তাঁর স্মৃতির পাখিরা বইখানিকে অধ্যাপক অলোক রায় দেশ পত্রিকায় আলোচনা সূত্রে উল্লেখ করেছেন ‘ইতিহাস ও উপন্যাস’ বলে। কলকাতা, গুয়াহাটি, বিশ্বভারতী, মুম্বাই, ঢাকা, চট্টগ্রাম, বার্লিন প্রভৃতি দেশ-বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে ও বহু বিদ্যাকেন্দ্রে বহু আন্তর্জাতিক আলোচনা-চক্রে আমন্ত্রিত হয়ে আপন বক্তব্য উপস্থাপন করেছেন ধর্মীয় সহনশীলতা, গ্যেটে, রবীন্দ্রনাথ, বহুত্ববাদ, সাংস্কৃতিক সংহতি প্রভৃতি বিষয়ের ওপরে। ১৯৯৯-এ হুমবোলডট বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দেয়। একদা যুক্ত ছিলেন চলচ্চিত্রশিল্পে কলাকুশলী রূপে। তাঁর তৈরি একটি স্বল্পদৈর্ঘ্যরে ছবি ‘বিশেষ উল্লেখ’ পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে, অপর একটি ছবির প্রযোজক পেয়েছেন জাতীয় পুরস্কার এবং তৃতীয় একটি ছবি প্রদর্শিত হয়েছে দেশে-বিদেশে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পঞ্চাশ। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, পশ্চিমবঙ্গ পিইএন, নতুন গতি প্রভৃতি বহু সংস্থা থেকে পুরস্কৃত।