বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Syeda Jahanara

জন্ম ১৯৩৩ সালের ৮ মার্চ, ভারতের হাওড়া জেলার শিবপুরে। পিতা মরহুম ডা. সৈয়দ শফিক আহমেদ, মাতা মরহুমা আকরামুন্নেসা। তাঁর শৈশবকাল কেটেছে বিহার প্রদেশে। ১৯৪৭ সালে ভারত-বিভাগের পর তিনি চলে আসেন খুলনা শহরে, এরপর বিবাহসূত্রে দিনাজপুরে। ১৯৫৭ সালে ঠাকুরগাঁও বালিকা বিদ্যালয়ে চাকরি নিয়ে ঠাকুরগাঁওতে আসেন। পরে পুরোপুরি সংসারী হয়ে যান। এর মধ্যে ১৯৬৪ সালে বি.এ. এবং ১৯৬৯ সালে বাংলায় এম.এ. পাশ করেন। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বরাবরই জড়িত ছিলেন তিনি। ঠাকুরগাঁওয়ে আইয়ুব-বিরোধী আন্দোলনে মহিলাদের সম্পৃক্ত করে সৈয়দা জাহানারা নেতৃত্ব দেন। দেশ স্বাধীন হবার পর দুর্গত মহিলাদের জন্য নানা ধরনের উদ্যোগে নিজেকে জড়িত করেন। এই সময়ে তিনি শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় পুরস্কার পান। পাশাপাশি ১৯৭৭ সালে ঠাকুরগাঁওয়ে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করে সেখানে সাময়িকভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে তাঁকে দেওয়া হয় সম্মাননা পদক। ২০০৪ সালে তিনি সেখানকার আল্পনা সাহিত্য সংস্কৃতি সংসদ থেকে আরো একটি সম্মাননা পদক পান। ২০১০ সালের ১৪ আগস্টে সৈয়দা জাহানারা ঢাকায় মৃত্যুবরণ করেন। ছেলেবেলা থেকেই তাঁর ছিল লেখালেখির সখ। কলকাতা থেকে প্রকাশিত সত্যযুগ পত্রিকার ছোটদের পাতায় প্রথম লেখা দিতে আরম্ভ করেন। তিনি পরে মুকুল নামে একটি মাসিক পত্রিকায় নিয়মিত লিখতেন। ঢাকা থেকে প্রকাশিত টাপুর-টুপুর পত্রিকাতেও তিনি ছড়া লিখেছেন। তিন বেলা নামে তাঁর একটি কবিতাগ্রন্থ আছে। বর্তমান বইটির একটি অংশ আগে কালি ও কলম পত্রিকায় প্রকাশিত হয়।


Books by Syeda Jahanara

Max-width 100%
Price: 210 BDT