
Urmi Rahman
জন্ম খুলনায়। আদি নিবাস ফরিদপুর। ফরেস্ট অফিসার বাবার সঙ্গে শৈশব কেটেছে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে দৈনিক সংবাদে সাংবাদিকতা শুরু। এরপর নানা পত্রপত্রিকা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, গণস্বাস্থ্য কেন্দ্র, উইকলি হলিডেতে কাজ করেন। সাপ্তাহিক বিচিত্রায় খ-কালীন কাজ করেন। তিনি ইউনেস্কো ফেলোশিপে মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ম্যানিলায় অবস্থিত প্রেস ফাউন্ডেশন অব এশিয়ায় যান। এরপর আশির দশকের মাঝামাঝি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগ দিতে লন্ডন চলে যান। বিবিসির পর তিনি লন্ডনেরই একটি স্থানীয় সরকারে যোগ দেন। বর্তমানে অবসর জীবনে কলকাতায় বসবাস করছেন। ঢাকা ও লন্ডন থেকে ফিকশন ও নন-ফিকশন মিলিয়ে তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাশ্চাত্যে নারী আন্দোলন, বিলেতে বাঙালি : সংগ্রাম ও সাফল্যের কাহিনী, যুদ্ধাপরাধ দেশে দেশে, B is for Bangladesh, Culture-Smart Bangladesh.