বেঙ্গল পাবলিকেশন্‌‌স

আনিস চৌধুরীর নাটক: জীবন ও শিল্প

Price
360 BDT

Published on
December 2017

ISBN
9789849302537

Category


বাংলাদেশের নাট্যসাহিত্যে আনিস চৌধুরী (১৯২৯-১৯৯০) এক স্বনামধন্য ব্যক্তিত্ব। ভারত-বিভক্তির পরবর্তী পর্যায়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে তাঁর সদর্প আত্মপ্রকাশ ঘটে। ব্রিটিশ রাজত্বকাল, পাকিস্তানি আমল এবং বাংলাদেশ – এই তিন কালের পরিমণ্ডলে বিকশিত ও সমৃদ্ধ হয়েছে তাঁর সাহিত্যিক চেতনা। শিল্পসাহিত্যের বিচিত্র শাখায় বিচরণ করলেও তাঁর প্রতিভার সর্বাধিক স্ফুরণ ঘটেছে নাট্যধারায়। কেবল বিষয়বৈচিত্র্যে নয়, সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যানেও আনিস চৌধুরীর নাটক সমৃদ্ধ। তাঁর প্রকাশিত বারোটি নাটকেই ব্যাপ্ত হয়ে আছে মধ্যবিত্ত জনজীবনের পরিচিত পরিসর। মধ্যবিত্তের প্রত্যাশা-অচরিতার্থতা, হতাশা-ব্যর্থতা, উদ্বেগ-উৎকণ্ঠা, বেদনা-বিলাপ কিংবা নৈতিক স্খলন-পতন প্রতিফলিত হয়েছে তাঁর নাটকে। যে-জীবন তিনি যাপন করেছেন সেই জীবনের মর্মমূল থেকেই তিনি আহরণ করেছেন তাঁর নাট্যশিল্পের উপাদান। তাই তাঁকে মধ্যবিত্ত জীবনবৃত্তের শিল্পী হিসেবে চিহ্নিত করা যায় অনায়াসে। বাংলাদেশের নাট্যসাহিত্যে অপর কোনো নাট্যকার মধ্যবিত্তের জীবনচর্যা অবলম্বনে এতবেশি নাটক রচনা করেছেন বলে আমাদের জানা নেই। আনিস চৌধুরীর নাটকে জীবন ও শিল্পের স্বরূপ অন্বেষাই এ গ্রন্থ রচনার উদ্দেশ্য।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *