
আমিই সেই অরণ্য
নিজের সঙ্গে আপন হতে হলে নিজেকে পাল্টাতে হয় না, নিজেকে হুবহু নিজের মতো হতে হয়।
ব্রেনে ব্রাউন মানুষের অপরিহার্য অভিজ্ঞতা, ভয়, হিম্মত, বিপন্নতা, নিঃসঙ্গতা, লজ্জা, সমবেদনা, স্বাচ্ছন্দ্যের ব্যাপারে বিশ্বজোড়া আলোচনার সূত্রপাত করেছেন। আমাদের প্রত্যেকের অভিজ্ঞতার সঙ্গে এ আলোচনার স¤পর্ক নিবিড়। এই বইয়ে ব্রেনে ব্রাউন আমাদের শেখান, যখন রাজনীতি, আদর্শ আর ভয় আমাদের বারবার বিপরীত মেরুতে দাঁড় করায়, তখন সময়ের সঙ্গে সুস¤পর্ক পাততে হলে কী করতে হবে।
তাঁর স্বভাবসুলভ গল্প বলার জাদু, সততা, আর গবেষণার মিশেলে তিনি একটি পরিষ্কার পথের মানচিত্র আঁকেন। তাঁর চার মূল মন্ত্র আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নতুন চোখে আমরা তাকিয়ে দেখি কীভাবে হিম্মত, মানবিক সংযোগের কাছে ফিরতে হয়, কীভাবে নিজেদের যাচাই করে নিতে হয়, কীভাবে পরস্পরের সঙ্গে একজোট বা মুখোমুখি দাঁড়াতে হয়।
টেড-টকে সাড়া জাগানো, নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং লেখক ব্রেনে ব্রাউন আমাদের সমাজ, পরিবেশ আর সংগঠনের সঙ্গে আপন হওয়ার চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে এক সময়োপযোগী বই নিয়ে হাজির হয়েছেন।