
গেলো কোথায় সেই রমনা
ইতিহাস বিষয়ক নয়টি লেখা নিয়ে ড. মুনতাসীর মামুনের নতুন গ্রন্থ গেলো কোথায় সেই রমনা? বিচিত্র সব বিষয় নিয়ে লিখেছেন তিনি। গেলো কোথায় সেই রমনায় তিনি রমনার ৪০০ বছরের ইতিহাস বর্ণনা করেছেন। রমনায় যাদের নিত্য আনাগোনা তারা এ প্রবন্ধ পড়ে অবাক হবেন এই ভেবে যে, ঢাকার ইতিহাসে রমনা ছিল এবং এখনও আছে কেন্দ্রবিন্দু হয়ে। ঢাকায় গুরু দোয়ারার কথা আমরা জানি কিন্তু পূর্ববঙ্গে শিখদের বা খ্রিস্টান মিশনারীদের আদি ইতিহাস জানি না। ভুলে যাওয়া সাহিত্য মেলার কথাও অজানা। কবি শামসুর রাহমানের যে লেখা তিনি সংকলন করেছেন তাও সবার অজানা। আমাদের জাতীয় অভিলেখগারে রক্ষিত নথিপত্র থেকে লিখেছেন তিনটি বিষয় নিয়ে। কুড়ি বছর বয়সে যে দুজন মনীষীর সাক্ষাৎকার নিয়েছিলেন আজ ৫০ বছর তা সংকলিত হলো। সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্যের বিচিত্র সব বিষয় নিয়ে গেলো কোথায় সেই রমনা? পাতায় পাতায় দুস্প্রাপ্য আলোকচিত্র এ বইয়ের আরেকটি আকর্ষণ।