
পোস্টারচিত্র : কাইয়ুম চৌধুরী ও অন্যান্য
প্রচারমাধ্যম হিসেবে পোস্টারের গুরুত্ব দেশে ও বিদেশে একটি স্বীকৃত বিষয় এবং এর ব্যবহার ক্রমবর্ধমান। পোস্টার যে কেবল ভোগ্যপণ্যের প্রচার বা রাজনৈতিক/ সামাজিক বার্তা বাহনের মাধ্যম তা নয়, এটি একই সাথে ধারণ করে শিল্পের নান্দনিকতা। আর এই গুরুত্বের পাশাপাশি দেশীয় পোস্টারশিল্পের কিংবদন্তি কাইয়ুম চৌধুরীর পোস্টারশিল্প নিয়ে আলোচনা ফুটে উঠেছে শর্ব্বরী রায় চৌধুরীর ‘পোস্টারচিত্র : কাইয়ুম চৌধুরী ও অন্যান্য’ বইটিতে। শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর কন্যা লেখিকা নিজেও চারুকলার শিক্ষার্থী, কাজেই সুযোগ ঘটেছে স্বয়ং কাইয়ুম চৌধুরীসহ পোস্টারশিল্পের নানা অঙ্গনকে কাছ থেকে দেখার ও জানার।
‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শীর্ষক পোস্টারটি দিয়ে পটুয়া কাইয়ুম চৌধুরী দেশীয় পোস্টারশিল্পে নিজের যে আগমন ঘোষণা করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়ে, পরবর্তী বছরগুলিতে তা অব্যাহত আছে। ‘পোস্টারচিত্র : কাইয়ুম চৌধুরী ও অন্যান্য’ শিরোনামে প্রকাশিত বইটিতে ছয়টি ভাগে এই জনপ্রিয় সমকালীন সমাজ দর্পনটির উদ্ভব ও প্রবর্তনের ইতিহার বিবৃত হয়েছে। পাশাপাশি রয়েছে দেশীয় পোস্টারশিল্পের মহীরুহ খ্যাত কাইয়ুম চৌধুরীর পোস্টারচিত্রের নানা অনুষঙ্গ, আঙ্গিক, বিষয়বৈচিত্র্য। এছাড়া আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শৈল্পিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এর ক্রমবিকাশ ও গুরুত্বকেও তুলে ধরার প্রশংসনীয় প্রচেষ্টা লক্ষ করা যায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে বইটিতে উঠে এসেছে গ্রিক ও রোমান যুগের প্রথম থেকে শুরু হওয়া ও তারপর শত-শত বছরব্যাপী পোস্টারের বিবর্তনের ইতিহাস। দেশীয় পোস্টারের ইতিহাসও এই আলোচনা থেকে বাদ যায়নি। এর সাথে যুক্ত হয়েছে নানা প্রেক্ষাপটে কাইয়ুম চৌধুরী-অঙ্কিত নানা পোস্টার, এর তাৎপর্য ও পোস্টারগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পাঠক যে কেবল এতে পোস্টারগুলি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন তা-ই নয়, বরং খোদ পোস্টারটির ছবি দেখে নিজের ধারণা ও পোস্টারটি সম্বন্ধে নিজস্ব মতামতও ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন। বইটিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে শেষাংশে যুক্ত একটি বিশদ সাক্ষাৎকার, যেখানে শিল্পী কাইয়ুম চৌধুরী আলোচনা করেছেন নিজের পোস্টারগুলির পেছনের কাহিনি, এগুলির মোটিভ, নান্দনিকতা, তাৎপর্যসহ নানা বিষয়ে। পাশাপাশি ব্যক্ত করেছেন পোস্টারশিল্পের নকশা, সংজ্ঞা, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া পোস্টারশিল্প এবং আমাদের দেশীয় পোস্টারশিল্পের নানা বিষয় সম্বন্ধে নিজস্ব মূল্যবান মতামত।
বইটির শেষে ক্ষণজন্মা এই শিল্পীর সংক্ষিপ্ত জীবনী এবং আমাদের দেশের পোস্টারের ইতিহাস সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত তথ্য বইটিকে নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি বইটিতে আছে দেশি ও বিদেশি খ্যাতনামা শিল্পীদের আঁকা বেশ কিছু সাড়া জাগানো পোস্টার। এদের মধ্যে পিকাসো বা মাতিসের শিল্পকর্ম যেমন আছে, তেমনি আছে হাশেম খান বা রফিকুন নবীর মতো স্থানীয় শিল্পীদের পোস্টারও। আর খোদ লেখিকার আঁকা পোস্টারের সংযোজন বইটির আকর্ষণ বৃদ্ধিতে সহায়তা করেছে। সবমিলিয়ে সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল সচিত্র বইটি নিঃসন্দেহে পোস্টারশিল্প এবং স্বনামধন্য শিল্পী কাইয়ুম চৌধুরী সম্বন্ধে পাঠকদের কৌতূহল মেটাতে সমর্থ হবে।