বেঙ্গল পাবলিকেশন্‌‌স

About

Category Landing Image

ভালো বই হোক ভালো বন্ধু

বেঙ্গল পাবলিকেশন্‌স একটি প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা। রুচিশীল বই প্রকাশের উদ্দেশ্য ও অঙ্গীকার নিয়ে এ-প্রকাশনালয়টি গঠিত হয়েছে। প্রকাশ করে চলেছে বৈচিত্র্যে উজ্জ্বল নানাবিষয়ক গ্রন্থ। এই অব্যাহত ধারার প্রকাশনার ভেতর দিয়ে বেঙ্গল পাবলিকেশন্‌স প্রকাশনাজগত ও সাহিত্যভুবনে মর্যাদার আসন অর্জন করেছে। সৃজনশীল, মননশীল, মুক্তিযুদ্ধ, অনুবাদ-সাহিত্য, নারীবিষয়ক রচনাসহ শিশু-কিশোরদের জন্য বই প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে বেঙ্গল পাবলিকেশন্‌স থেকে।