অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বাংলা একাডেমি গুণিজন স্মৃতি পুরস্কার ঘোষণা করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এই পুরস্কার ঘোষণা করেন।
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে রফিকুন নবী-রচিত ‘স্মৃতির পথরেখায়’ গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশন্সকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২০’-এ ভূষিত করা হয়েছে। বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনের অগ্রণী শিল্পী রফিকুন নবীর আত্মজীবনী ‘স্মৃতির পথরেখায়’ বইটিতে তাঁর দীর্ঘ সত্তর বছরের জীবনাভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। তিনি পাড়ি দিয়েছেন দীর্ঘপথ, প্রত্যক্ষণ করেছেন নানা ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক আন্দোলন। এই স্মৃতিকথায় তাঁর বেড়ে ওঠা, চিত্রশিল্পে অবগাহন, ষাটের দশকের রাজনৈতিক কর্মপ্রবাহ ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ফুটে উঠেছে।
গত ২৯ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন বেঙ্গল পাবলিকেশন্স-এর ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী।