
জীবনানন্দ দাস: আমরা চারজন মূলানুগপাঠ
আমরা চারজন : মূলানুগ পাঠ। মূল পাণ্ডুলিপি অনুসারে যত্ন ও মমতা নিয়ে সম্পাদনা করেছেন ভূমেন্দ্র গুহ। জানা যায়, জীবনানন্দ দাশের উপন্যাসগুলির মধ্যে এই উপন্যাসটার প্রতি তাঁর আলাদা ভালো লাগা ছিল। এটা জীবনানন্দ দাশের প্রথমদিককার উপন্যাস খুব সম্ভবত, প্রথম উপন্যাসও হতে পারে। উপন্যাসটা তিনি ১৯৩৩ সালের জানুয়ারি মাসে লেখা শেষ করেন। বেঙ্গল পাবলিকেশনস সংস্করণের আগে এটি ২০০৪ সালে ‘চারজন’ নামে প্রকাশিত হয়। তখন ভূমেন্দ্র গুহের সঙ্গে এটি সম্পাদনা করেন ফয়সাল শাহরিয়ার। বেঙ্গল পাবলিকেশনস এটা জীবনানন্দ দাশের আরো তিনটা উপন্যাস আর একটা ভূমিকার সঙ্গে ভূমেন্দ্র গুহের সম্পাদনায় এটার মূলানুগ পাঠ ‘আমরা চারজন’ নামে প্রকাশ করেছে।উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রফিকুন নবী।
‘আমরা চারজন’ মূলত চারজন বন্ধুর কাহিনি। শ্যামল, শুরুতে যে নাম পুরুষ, কাহিনির বর্ণনা করে। তারপর অনাথ। তারপর সুধামাধব আর উষা। কবিতার সুতা ধরে উষা সুধা মাধবের সঙ্গে দেখা করে একদিন। তাদের মধ্যে বলা যায় বন্ধুতার সম্পর্ক তৈরি হয়। সুধামাধবের মাধ্যমেই শ্যামল আর অনাথের সঙ্গে উষার পরিচয় হয়। তারপর বন্ধুত্ব। এরা চারজনেই লেখক, আর পরিণত বয়সের এবং উচ্চশিক্ষিত। এরা গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য-সমালোচনা সবই লেখে। তবে সাহিত্য-সমালোচনা ছাড়া কেউই অন্য কোনো লেখা ছাপতে দিতে চায় না, দিলেও ছাপে না কেউ। কিন্তু স্বপ্ন দেখে। এরা বেকার, তবে টিউশন করে। চাকরিও খুঁজে বেড়ায়, কিন্তু চাকরি পায় না। তারপরও বড় বড় স্বপ্ন দেখে, লিখে টাকা কামাবে, বড় লোক হবে ইত্যাদি। যাই হোক, একদিন রোগে ভুগে এইসব স্বপ্ন চোখে নিয়ে অনাথ মারা যায়। মৃত্যুর আগে আগে অনাথ স্বপ্ন দেখেছিল উষাকে বিয়ে করার। বন্ধুদের সেবা নেয়ার চেয়ে স্ত্রী কন্যার সেবা পাবার লোভ ছিল তার মধ্যে, ছিল অফুরান জীবনতৃষ্ণা।
রয়েল সাইজের ২২৪ পৃষ্ঠার এই বইটির অর্ধেক মানে ১১২ পৃষ্ঠাজুড়ে আছে উপন্যাস, বাকি অর্ধেকে রয়েছে ভূমেন্দ্র গুহের রচনা, যা উপন্যাসের ভিতরকার বিষয় আর শব্দ সংশ্লিষ্ট। উপন্যাসের শুরুর পৃষ্ঠার আগের পৃষ্ঠায় এ সম্পর্কে বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত বলেন, ‘সম্পাদক ভূমেন্দ্র গুহ জীবনানন্দ দাশের এই উপন্যাসে উল্লিখিত প্রসঙ্গগুলোকে উপন্যাসের শেষে বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে এ-কাজটি করতে গিয়ে তাঁকে অসংখ্য বইপত্র সংগ্রহ এবং পাঠ করতে হয়েছে। আমাদের সঙ্গে মূলানুগ পাঠ নিয়ে প্রারম্ভিক আলোচনায় তিনি এই প্রসঙ্গ বিশ্লেষণে সবিশেষ গুরুত্ব আরোপ করেন। এই আরোপ হয়ে উঠেছে ভিন্নমাত্রাসঞ্চারী উদ্ভাবন।’
ভুমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশ রচিত ‘আমরা চারজন’ উপন্যাসের এই বেঙ্গল পাবলিকেশনস সংস্করণটি মূল পাণ্ডুলিপি অনুসারে মূলানুগ পাঠের মধ্য দিয়ে গ্রন্থিত হয়েছে। তাই এটিকে আমরা সর্বশেষ নির্ভুল একটা গ্রন্থ বলতে পারি।