হাসান হাফিজ
‘দশটি বিদেশি রূপকথা।’ হাসান হাফিজ প্রণীত এই বইটি পৃথিবীর নানা দেশের দশটি রূপকথার সংকলন। বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত সুন্দর অলংকরণসমৃদ্ধ এই বইটি আসলে কোনো অনুবাদ গ্রন্থ নয়। রূপকথাগুলিকে তিনি বাংলাভাষী পাঠক ও শিশু পাঠকদের উপযোগী করে রচনা করেছেন। এই রকম রূপকথার আরো অনেক বই তিনি রচনা করেছেন।
বইটির লেখক হাসান হাফিজ একজন কবি, সাংবাদিক, শিশু সাহিত্যিক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। মৌলিক ও সম্পাদিত বই মিলিয়ে এ পর্যন্ত তাঁর বইয়ের সংখ্যা দেড়শতাধিক।
রূপকথার গল্পের কোনো জুড়ি নেই। স্বপ্ন, কল্পনার রঙিন জগতে, দূরের আকাশে ইচ্ছেমতন ঘোরাফেরা, ওড়াউড়ি। কেউ বাধা দেয়ার নেই। শুনতে, পড়তে ছোট-বড় সবাই ভীষণ ভালোবাসে। এইসব গল্পের জগৎ বড়ই মায়াবী। হাতছানি দেয়, টেনে নেয় চুম্বকের মতো। কল্পনার ডানা মেলে উড়ে বেড়ানোর অপার আনন্দের উৎস এইসব জমজমাট গল্পগাথা। রূপকথা সব সময়ই টান টান উত্তেজনা, নাটকীয়তায় ভরপুর, কৌতূহল জাগানিয়া। খুব সহজেই জমে ওঠে, শেষ না করা পর্যন্ত যেন স্বস্তি নেই পাঠকের। বিশ্বের সব দেশেই পুরনো কালে মুখে মুখে চল ছিল এইসব বর্ণিল গল্পগাথার। ছোটরা আবদার করতো গল্প শোনার জন্যে। তুমুল জনপ্রিয়তা ও কদর ছিল এইসব কাহিনির। রূপকথা লিখিত রূপ পেয়েছে অনেক পরে। বর্তমান কালে বিজ্ঞান-প্রযুক্তি অনেকদূর এগিয়ে গেছে। কিন্তু গল্প পড়ার ও শোনার শিহরণ, আনন্দ, আগ্রহ, আকর্ষণ মোটেও কমেনি। এইসব গল্পকথায় আছে লোকবিশ্বাস, দুষ্টু অপশক্তির পরাজয়, মানবিকতা, ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে শেষ অব্দি সত্যের জয়। কাহিনিতে আলগোছে লুকোনো রয়েছে নৈতিক শিক্ষা, শাশ্বত মূল্যবোধের উজ্জ্বলতা।
আলোচ্য বইটির বিদেশি এই রূপকথাগুলি আকার আয়তনে বিশেষ বড় নয়। কিন্তু তার মধ্যেও আছে বিশালতার ইঙ্গিত, স্বাদ, বৈচিত্র্য ও মাধুর্য। এ যেন বিন্দুতে সিন্ধু দর্শনের অভিজ্ঞতা। ঠাসবুনটের এইসব গল্পের মধ্যে খুব সহজেই খুঁজে পাওয়া যায় অনেক মানবীয় প্রসঙ্গ। গল্পের চরিত্রের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব হয়ে ওঠে অবলীলায়। এই আনন্দ ও উপলব্ধি নির্মল, অদ্ভুত ভালোলাগায় সিক্ত। মন জুড়িয়ে যায়। গল্প তরতর করে এগিয়ে যেতে থাকে অনিবার্য পরিণতির দিকে। পাঠকমনে অনেকদিন সেই মোহনীয় ভালোলাগা থেকে যায়। শিশু-কিশোরদের মনের ভুবনকে ভালোলাগার রঙধনু রঙে রাঙিয়ে দিতে পারে মিষ্টি মজার, জমজমাট রূপকথা। তাদের মনের আগ্রহ ও কৌতূহল ঘনীভূত হয় এইসব কল্পকথার মায়াবী বর্ণচ্ছটায়। গল্পের জমাট বুনন, রহস্য, পরিণতি, কাহিনির নাটকীয়তা পাঠককে আবিষ্ট করে রাখে। এক একটি গল্প এক এক রকম বৈশিষ্ট্য উজ্জ্বল।