বেঙ্গল পাবলিকেশন্‌‌স

দ্বিখণ্ডিত সময়ের কবিতা

Price
300 BDT

Published on
January 2024

Category


মানুষ আর প্রকৃতির দানবীয় দাপটে বিপন্ন ধরিত্রী ধরাশায়ী বারবার! জগতজুড়ে যুদ্ধ যুদ্ধ রক্তের হোলিখেলা আর করোনার অতিমারিতে ঘরে-ঘরে মৃত্যুর নিদারুণ রোনাজারি! ব্যক্তি থেকে পরিবার, সমাজ-সংসার, ধর্ম কিংবা রাষ্ট্রের সর্বত্র আজ বিভেদ আর বিচ্ছেদের রুঢ় বাস্তবতা। করোনাকালীন মৃত্যুপুরীর মুমুক্ষু জনতা দুরন্ত পাখা মেলে শ্বেত কপোত-কপোতীর মতো উড়তে চায় স্নিগ্ধ ভোরের উষসী আলোয়; পেতে চায় প্রীতিভাজনেষুর স্মিত আরাধ্য বুকে স্বর্গ সুখ। অযুত সংকট আর নিযুত সম্ভাবনার জগতে মুক্তিকামী মানুষের জীবন বয়ে চলে দ্বান্দ্বিক সম্পর্কের চির বহমান সমান্তরাল রেখায়। দ্বিখণ্ডিত সময়ের সাথে পাল্লা দিয়ে, তেপান্তরের খেয়ায় ভর করে তবুও মানুষ ইকারুসের সূর্য ছোঁয়ার স্বপ্নের  মতো, নিরন্তর ছুটে চলে দিগন্তলীন নীল পাহাড়ের ওপারে মুক্তির অন্বেষায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *