
ভূত সব করে রব
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সম্পাদনা সব বয়সীদের জন্য পাঠ্য ‘ভূত সব করে রব’। মোট ৩৫টি ভূতের গল্প রয়েছে এ বইয়ে। ভূত, অশরীরী, আত্মা – এই শব্দগুলো বললেই কেমন একটা গা-ছমছম অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ি আমরা অনেকেই। চোখের সামনে ভেসে ওঠে নানা ভয়ঙ্কর মূর্তি। বিশাল লম্বা-চওড়া, বড় বড় ছুঁচালো দাঁত, রক্তবর্ণ চোখ; আবার কিছু দেখা যাচ্ছে না, শুধু ছায়ার আসা-ছাওয়া, ফিসফিসিয়ে কথা বলা, কখনো একটানা কান্নার শব্দ – এমন অসংখ্য ছবি মস্তিষ্কের নিউরনে সংকেত দেয়। মনকে করে ভীত, উত্তেজিত, কখনো-বা স্থবির, চলৎশক্তিহীন। ভূত নিয়ে নানা গল্প আমাদের গ্রামগঞ্জে সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত। পেতনিতরা এসে গৃহস্থ বউয়ের ভাজা মাছ খেয়ে যায়। গভীর রাতে মানুষের স্বর নকল করে ডাক দেয় ‘নিশি। কখনো নানা জীবজন্তুর রূপ ধরছে ভূত। কখনো এক পা এই গাছে তো আরেক পা আরেক গাছে দিয়ে দিব্যি বসে আছে ইটের ভাটার মতো চোখ মেলে। এমনই নানা গল্প এ বইয়ে একত্র করেছেন ইমদাদুল হক মিলন।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শওকত ওসমান, হাসান আজিজুল হক, শওকত আলী, হুমায়ূন আহমেদ, এমনকি হালের আনিসুল হক, ধ্রুব এষ, আনজীর লিটনের গল্পও গ্রন্থিত হয়েছে এ বইয়ে।