Tag: একুশ থেকে একাত্তর

একুশ থেকে একাত্তর
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিকে বলা যায় বাংলাদেশের রাজনীতির এক অনন্য ধারার সূত্রপাত হিসেবে। সেইদিন যে ধারার সূত্রপাত হয়, ১৯ বছরের মাথায় সেই ধারাই পরিপুষ্ট হয়ে রূপ নেয় জাতীয়তাবাদী ধারণার স্রোতে, জন্ম দেয় স্বাধীন বাংলাদেশের। একুশ ফেব্রুয়ারি যে অফুরান ধারার সূত্রপাত, তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আহমদ রফিক। একুশ থেকে একাত্তর এবং তার পরে এ থেকে সৃষ্ট […]
November 14th, 2017 | Book