মণীশ রায়
মণীশ রায় আশির দশকের গল্পকার। তাঁর জন্মদিন ১৯৬৪ সনের ১৪ এপ্রিল। জন্মশহর তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করে বর্তমানে চাকরি করছেন বেসরকারি একটি কোম্পানিতে। গল্প লেখায় হাতেখড়ি তাঁর স্কুল জীবন থেকে। জাতীয় পত্রিকায় তাঁর প্রথম গল্প ছাপা হয় ইত্তেফাকের সাহিত্য পাতায়, আশির দশকের একেবারে গোড়ার দিকে। তারপর থেকে তিনি নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকার সাহিত্য পাতাসহ বিশেষ সংখ্যাগুলোয়। প্রথম গল্পগ্রন্থ ‘জীবন যখন শুকায়ে যায়’, মুক্তধারার শ্রী চিত্তরঞ্জন সাহার হাত ধরে বের হয় নব্বই দশকের গোড়ায়। অন্ত্যমিল, পোড়া লাশের গন্ধ, পরী ও অন্যান্য গল্প, মুক্তিযুদ্ধের গল্প, কাজলদিঘি, র্যাডক্লিফের লাটিম, জোড়াতালির গল্প , ফসিল ও ফসফরাস , করোনকালের ছায়া প্রভৃতি তাঁর লেখা গল্পগ্রন্থ। শোভনা, একলা আকাশ , দুটি কুসুম, আজন্ম , শরীরে সূর্যোদয়সহ বেশকটি উপন্যাসও রচনা করেছেন তিনি। আচানক ও অচিন-গন্ধ শিরোনামে তাঁর দুটি কিশোর উপন্যাস রয়েছে। ‘গল্পের রূপ বৈচিত্র্য’ তাঁর প্রবন্ধ গ্রন্থ।