বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Abdul Ahad

আবদুল আহাদ বাংলাদেশের আধুনিক ও দেশাত্মবোধক সংগীতপ্রবাহের উদ্যোক্তা। এ দুটি রীতিকে পল্লবিত করে তোলার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান তাঁর। এদেশে রবীন্দ্রসংগীতচর্চার তিনি পুরোধা। রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতনে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, শান্তিদেব ঘোষ ও পঙ্কজকুমার মল্লিকের মতো শিল্পীরও প্রশিক্ষক হিসেবে কিংবদন্তির রবীন্দ্রসংগীত খ্যাতি নিয়েই তিনি কলকাতা থেকে ঢাকা এসেছিলেন। এখানে রবীন্দ্রসংগীতের প্রসারের ব্যাপারে তাঁর যাবতীয় উদ্যোগ সফল হয়ে উঠেছিল। নজরুলসংগীতের ব্যাপারেও আবদুল আহাদের আগ্রহ ছিল গভীর। ঢাকায় চলচ্চিত্র সংগীত পরিচালনায়ও তিনি পথিকৃতের ভূমিকা গ্রহণ করেছিলেন।


Books by Abdul Ahad