বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Dr. Ashok Biswash

১০ মে ১৯৭১ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ওসঢ়ধপঃ ড়ভ চড়াবৎঃু অষষবারধঃরড়হ চৎড়মৎধসং ড়হ ঊহারৎড়হসবহঃ : অ ঝঃঁফু ড়ভ ঔবংংড়ৎব উরংঃৎরপঃ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের ইতিহাস, ভূগোল ও পরিবেশবিদ্যা, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, নৃবিজ্ঞান, বাঙালির লোকসংস্কৃতি, প্রতœতত্ত্ব ইত্যাকার বহুমাত্রিক বিষয়ে তিনি গভীর আগ্রহ নিয়ে অধ্যয়ন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সমাজ-সংস্কৃতি-ভাষা ও তাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে গ্রন্থ ও প্রবন্ধ লেখেন দীর্ঘদিন ধরে। তাঁর প্রকাশিত গ্রন্থ : বাংলাদেশের রাজবংশী; সমাজ ও সংস্কৃতি (বাংলা একাডেমী, ২০০৫), বুনো (সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ২০০৮) এবং বাংলা ভাষায় ভোটবর্মী ভাষার প্রভাব (বাংলা একাডেমী, ২০০৮)। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে নিয়মিত লিখে থাকেন।


Books by Dr. Ashok Biswash