বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Hasan Ferdous

১৯৮৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, ২০১৪ পর্যন্ত কাজ করেছেন জাতিসংঘের সদর দপ্তরে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক স¤পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ইউক্রেনের কিয়েভ বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকায় সাংবাদিকতা করেছেন দৈনিক সংবাদ, ঢাকা কুরিয়ার ও সচিত্র সন্ধানীতে। কলাম লিখেছেন বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টুডে, সানডে স্টার, ডেইলি স্টার ও প্রথম আলোয়। নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত ইংরেজি মাসিক ভয়েস অব বাংলাদেশ সম্পাদনা করেছেন কয়েক বছর। প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক। তার মধ্যে উল্লেখযোগ্য : বন্ধুর মুখ, শত্রুর ছায়া (প্রথমা, ২০১১), মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা (প্রথমা, ২০১৩), একাত্তর, যেখান থেকে শুরু (সময়, ২০১৬), যুদ্ধের আড়ালে যুদ্ধ (ইত্যাদি, ২০১৯), রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট (প্রথমা, ২০১৫), দৃশ্যকাব্য (সন্দেশ, ২০১০), নৈতিকতা ও সাহিত্য (বাংলা একাডেমি, ২০১৮), নাগরিক সময় ও প্রাসঙ্গিক চিন্তা (সাহিত্য প্রকাশ, ১৯৯৭), বৃষ্টিকে নিয়ে রূপকথা (প্যাপিরাস, ২০০৫), পিকাসোর তিন রমণী (বেঙ্গল পাবলিকেশন্স, ২০১৩), নিউইয়র্কের খেরোখাতা (অনন্যা, ২০১৭)।


Books by Hasan Ferdous