
Nahar Monica
নাহার মনিকার জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরবঙ্গে। পড়াশোনা করেছেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে। রিসার্চার, কর্পোরেট এক্সিকিউটিভ, এনজিও কর্মকর্তা ইত্যাদি পেশার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে কানাডার কুইবেক সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মরত। ছোটগল্প, কবিতা এবং অন্যান্য গদ্য লিখছেন দীর্ঘদিন ধরে। প্রকাশিত কাব্যগ্রন্থ : চাঁদপুরে আমাদের বর্ষা ছিল (২০০৮)। গল্পসংকলন : পৃষ্ঠাগুলি নিজের (২০১১), জাঁকড় (২০১৩)।