
Rezina Begum
জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর। ‘বেগম পত্রিকা ও পূর্ব বাংলার নারী সমাজ (১৯৪৭-৫৮)’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এম.ফিল ও ‘রাজনৈতিক আন্দোলনে বাংলার নারী (১৯০৫-৪৭)’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে গবেষণা সহকারী হিসেবে পেশাগত জীবনের সূত্রপাত, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে’ সহকারী গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ বাংলাদেশে (টখঅই) শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সাহিত্য পত্রিকা, লিটল ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকায় লেখালেখির সঙ্গে জড়িত।