
Sirajul Islam Chowdhury
জন্ম ঢাকা জেলার বিক্রমপুরে ১৯৩৬ সালে। তাঁর শিক্ষাজীবন কেটেছে রাজশাহী, কলকাতা ও ঢাকায় এবং যুক্তরাজ্যের লিডস ও লেস্টারে। শুরু থেকেই তাঁর পেশা শিক্ষকতা; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক। অধ্যাপনাকালে তিনি দীক্ষার্থীদের মধ্যে সাহিত্যের প্রাণময় উদ্দীপক বিভাব প্রসারণে সর্বদা প্রয়াসী এবং সেজন্য শিক্ষার্থীদের মধ্যে তিনি মর্যাদার আসন অর্জন করেছেন। তাঁর বইয়ের সংখ্যা প্রায় ৭০টি। তিনি একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক।