বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Sobhan Setu

জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৭০, নওগাঁ জেলার আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামে। নওগাঁ জিলা স্কুল, রাজশাহী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এই ছাত্র স্কুল জীবন থেকে সাহিত্য চর্চায় জড়িয়ে পড়েন। স্কুল ম্যাগাজিন সম্পাদনার মধ্য দিয়ে সাহিত্য অনুশীলনে তার হাতেখড়ি। তরুণকাল থেকেই শিক্ষা ও সামাজিক কার্যক্রমে তাঁর আত্মিক সখ্য। তার পদচারণা ক্রমেই বিস্তৃত হচ্ছে। তিনি ঢাকা অফিসার্স ক্লাব, এমসিজেএএ (ঢাবি), রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই, বন্ধু ৮৪ নওগা, আড্ডা ৮৬ রাজশাহী কলেজ, এসডিএ নওগাঁ, কল্যাণ সমিতি নওগাঁ, অন্বেষা নিশান ক্লাব নওগাঁ, নওগাঁ জিলা স্কুল শতবর্ষ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বিসিএস ১৭তম ব্যাচের একজন সদস্য হিসেবে বর্তমানে তিনি অতিরিক্ত কর কমিশনার হিসাবে কর্মরত। মানব, প্রকৃতি ও কল্পলোকের অনুপম সৌন্দর্যকে স্বতন্ত্র কাব্যরস ধারায় চিত্রায়নে কবির প্রচেষ্টা পাঠকনন্দিত হয়ে আসছে। মায়াবতী উপাখ্যান তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ। জ্যোৎস্না স্নাত মন (২০১৮), আকাশের বুকে মেঘ বালিকা (২০১৯), মেঘডুবি পথে ফাল্গুন মেয়ে (২০২০) কাব্যগ্রন্থগুলির পাঠকপ্রিয়তা কবিকে নতুন করে অনুপ্রাণিত করেছে। কবির সাহিত্যসাধনা মানসিক প্রশান্তির পাশাপাশি সমাজ বিনির্মাণে রেখে চলেছে এক অনবদ্য ভূমিকা। উল্লেখ্য যে, কবি বরাবরের মতো এবারও এই কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থ ছাত্রবৃত্তি তহবিলে প্রদান করবেন।


Books by Sobhan Setu