বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Zillur Rahman Siddiqui

জন্ম ২৩ ফেব্র“য়ারি ১৯২৮, মৃত্যু ১১ নভেম্বর ২০১৪ কৃতী ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন বাঁকুড়া, জলপাইগুড়ি ও যশোহর জিলা স্কুলে, প্রেসিডেন্সি কলেজ (কলকাতা), ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ডে। ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন রাজশাহী (১৯৫৫-৭৩) ও জাহাঙ্গীরনগর (১৯৭৩-৯৭) বিশ্ববিদ্যালয়ে। শেষোক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন পরপর দুই মেয়াদে, আট বছর (১৯৭৬-৮৪)। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন (১৯৯০-৯১)। লেখালেখি শুরু কবিতা দিয়ে। কবিতার জন্য বাংলা একাডেমী পুরস্কার পান ১৯৭৯ সালে। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে আলাওল সাহিত্য পুরস্কার (প্রবন্ধ), কাজী মাহবুবুল্লাহ- বেগম জেবুন্নেছা ট্রাস্ট পুরস্কার (শিক্ষা) ও অলক্ত সাহিত্য পুরস্কার (প্রবন্ধ)। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে কাব্য, প্রবন্ধ, অনুবাদ ও ভ্রমণ সাহিত্য। সম্পাদনা করেছেন ফররুখ আহমদের মুহূর্তের কবিতা, হে বন্য স্বপ্নেরা, বাংলা প্রবন্ধ পরিচয় ও বাংলা একাডেমীর English Bengali Dictionary. বিভিন্ন জাতীয় দৈনিক পত্রে নিয়মিত কলাম লিখেছেন। সবশেষ প্রকাশনা কবিতাসংগ্রহ, নির্বাচিত প্রবন্ধ ও Quest For A Civil Society. তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।


Books by Zillur Rahman Siddiqui