
আত্মকথনে সময় ও সৃজনকথা
স্মৃতি সততই মধুর। তারুণ্যের জ্বলজ্বলে ছবি, মরিচাধরা স্মৃতি কিংবা ধূসর অতীত সবই স্মৃতির মণিকোঠায় জমা থাকে সোনালি কাগজে মোড়া। সেই সব স্মৃতির পসরা ঊর্মি রহমানের সামনে একে একে খুলে বসেছেন কবি সুফিয়া কামাল, শেখ লুত্ফর রহমান, শিল্পী কামরুল হাসান, তপন রায়চৌধুরী, অশোক মিত্র, জাহানারা ইমাম, শামসুর রাহমান, বদরুদ্দীন উমর, আবদুল গাফ্ফার চৌধুরী, অমিয় বাগচী, নবনীতা দেবসেন, সুনীল দাস, কেতকী কুশারী ডাইসন, মালিনী ভট্টাচার্য। গল্পের আদলে তাঁদের স্মৃতির দুয়ার খুলে দিয়েছেন এই ১৪ বিশিষ্ট জন। তাঁদের সাক্ষাৎকারকে তাঁদের বয়ানে সাজিয়েছেন গ্রন্থক। সেই স্মৃতির দুয়ারে উঁকি দিলে চোখে পড়ে কত বিপ্লব, কত উদ্যোগ; যেগুলো ধীরে ধীরে আকৃতি দিয়েছে আজকের সমাজকে। কিংবা চোখে পড়ে সমাজবদলের বাঁকগুলো। কথকদের ব্যক্তিজীবনের গল্পগুলো এক মলাটের ভেতর আবদ্ধ করার মূল কারিগর আত্মকথনে সময় ও সৃজনকথা বইয়ের লেখক ঊর্মি রহমান। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড।