
বিশ্বসাহিত্যের আঙিনায়
বিশ্বের উন্নততর সাহিত্য নিয়ে আমাদের দেশে এবং আমাদের ভাষায় এক অদ্ভুত অবস্থা বিরাজ করছে। নতুন প্রজন্মের পাঠকমহলে বিদেশের সাহিত্য সম্পর্কে জানার এবং জনপ্রিয় বইগুলো পড়ার আগ্রহ প্রচুর। আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের কারণে এই আগ্রহ বেড়েই চলছে। কিন্তু সেই আগ্রহের তুলনায় জোগান সীমিত হয়ে পড়ছে। কারণ আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ কিংবা ইউরোপের বিভিন্ন ভাষায় আমাদের দক্ষতা কম। তাছাড়া উন্নত দেশগুলোতে যেমন ভিন্ন ভাষার বইগুলো ইংরেজিতে অনুবাদ সহজলভ্য, আমাদের দেশে ততটা নয়। আবার বাংলায় অনুবাদ আরো অপ্রতুল। সে জন্যই নতুন পাঠকদের পক্ষে বিশ্বসাহিত্যের দরবারে হাজির হওয়া কিছুটা কঠিন। এ ক্ষেত্রে সহায়ক অল্পসংখ্যক পুস্তকের মধ্যে আলী আহমদের বিশ্বসাহিত্যের আঙিনায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে বইটি। বিশ্বসাহিত্যের প্রবেশমুখে সবার আগে যেসব মহান সাহিত্যকর্ম বা সাহিত্যিকের সঙ্গে মিলন হয়, তেমনই কয়েকজন মহান সাহিত্যকর্ম ও সাহিত্যিককে নিয়ে এই বই। এশিয়া, ইউরোপ,আমেরিকা, মধ্যপ্রাচ্য – প্রায় সব অঞ্চলের মহান সাহিত্যকর্ম নিয়ে ৩৭টি প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। যা পাঠককে শুধু বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে না, বরং নানামুখী এসব সাহিত্য আসর আস্বাদনের জন্য অনুপ্রাণিত করবে।