বেঙ্গল পাবলিকেশন্‌‌স

আদিবাসী লোককথা

Price
360 BDT

Published on
January 2022

Category

আদিবাসীরাই পৃথিবীর নানা ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারক ও বাহক। তাদের ভাষা, সংস্কৃতি ও সাহিত্য আমাদের অমূল্য সম্পদ। আদিবাসী সমাজে প্রচলিত রয়েছে অসংখ্য লোককথা বা উপকথা বা মিথ। এগুলো যেমন অভিনব, তেমনি বিস্ময়করও। যুগে যুগে তা প্রচলিত হয়ে আসছে আদিবাসীদের মুখে মুখে। যা সমৃদ্ধ করেছে আদিবাসী সাহিত্যকেও। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আদিবাসীদের সেই লোককথাগুলো।

লেখক ও গবেষক সালেক খোকন আদিবাসী বিষয় নিয়ে কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। এ গ্রন্থে তিনি নিরন্তর গবেষণা ও আদিবাসী গ্রাম ঘুরে সত্তরোর্ধ্ব বয়সী আদিবাসীদের ভাষ্য থেকে তুলে এনেছেন কড়া, সাঁওতাল, ওঁরাও, মাহালি, খুমি, চাক, মুসহর, ভুনজার, তুরি, পাহান, রাজবংশী, গারো,  ম্রো, মণিপুরি, হাজং, মারমা, চাকমা, ত্রিপুরা, মারমা, পাহাড়িয়া প্রভৃতি জাতিগোষ্ঠীর ৩৫টি লোককথা। ‘আদিবাসী লোককথা’ যে-কোনো পাঠকের জন্য একটি সুপাঠ্য ও অনন্য গ্রন্থ। গবেষণা-সাহিত্যেও একটি উল্লেখযোগ্য সংযোজন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *