
আবুল হাসনাত, কবি মাহমুদ আল জামান – দুই নামের আধারে একক মানুষের অনুপম এক অস্তিত্ব। আমাদের কালের অনন্য এক নাম আবুল হাসনাত। এক বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই। তবে আমাদের সঙ্গে আছেন প্রতিদিন প্রতি পলে, প্রতি মুহূর্তে। আবুল হাসনাত স্মরণ গ্রন্থই প্রমাণ করে তিনি কীভাবে মিশে আছেন আমাদের প্রতিদিনের কর্মে-বিশ্বাসে-সংগ্রামে-সাধনায়। এ-গ্রন্থে বাংলাদেশ ও ভারতের ৯১ জন সাহিত্যিক-বুদ্ধিজীবী-চিত্রকর-রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রথিতযশা ব্যক্তিত্বদের লেখা সংকলিত হয়েছে। সেসব লেখায় নানা কৌণিক দৃষ্টিকোণ থেকে তাঁরা বিশ্লেষণ করেছেন আবুল হাসনাতের বিশ্বাস, কর্ম ও জীবনসাধনা। আবুল হাসনাতের সঙ্গে তাঁদের অন্তরঙ্গ স্মৃতিচারণও বইটি সমৃদ্ধ করেছে।
গ্রন্থের দৃষ্টিনন্দন প্রচ্ছদের চিত্রকর্মটি চিত্রশিল্পী শহিদ কবীরের আঁকা।