একটু ঝুঁকে দাড়ালেই তো আমাকে দেখতে পেতে
Price
330 BDT
Published on
2023
Category
আনোয়ারা সৈয়দ হক কথাশিল্পী হিসেবে খ্যাত হলেও তিনি কবিতাশিল্পীও বটে। তাঁর একগুচ্ছ কবিতাবইয়ে প্রেম, প্রকৃতি, দেশ, মানুষ, বিশ্বলোক- সবই নিজস্ব ব্যঞ্জনায় ভাস্বর হয়েছে৷ কবিতায় তিনি সহজিয়া স্বর ও সুরের অনুগামী৷ হ্রস্ব ও দীর্ঘ পরিসরের কবিতায় আনোয়ারা সৈয়দ হক পাঠকের হৃদয় স্পর্শ করেন অনায়াসে। তাঁর কবিতায় নারীর আনন্দভুবন আর বেদনাবিশ্বের কথা আছে কিন্তু নির্দিষ্ট জেন্ডারেও আবদ্ধ নয় তাঁর কবিতার গতি৷ তিনি কবিতায় সর্বমানবিক এক জগতের সন্ধান করেন এবং পাঠকেও তার সন্ধান দিতে গিয়ে বলেন ‘ একটু ঝুঁকে দাঁড়ালেই তো আমাকে দেখতে পেতে।’