বেঙ্গল পাবলিকেশন্‌‌স

কথারা আমার মন

Price
430 BDT

Published on
March 2018

ISBN
9789849351719

Category


শব্দ এখন কোন মানে দেয় না, বাক্য এখন আর শব্দকে ধারণ করতে পারে না। শব্দের সাথে শব্দের স¤পর্ক মানুষের সাথে মানুষের স¤পর্কের আরেক নাম। শব্দেরা রুপকথার পাখায় করে চলেন ফেরেন দৃশ্য আর বাস্তবতার বিকর্ষক সংযুক্তিতে। আমি চেয়ে দেখি সারাদিন কথা বলছে মানুষ, কেউ কারো কথা বুঝছে না, আমি চেয়ে দেখি নড়ে চলছে ঠোট অথচ মানুষ চোখ পাথরের অন্তরের মত শীতল , আমি দেখি মানুষ কথা বলছে আর তার জিহবা স্থির- প্রতিটি শব্দ বেরিয়ে আসছে তার দাঁত হতে। আর প্রতিটি শব্দই দুর্বল, ক্লান্ত, অনুভূতিহীন, কোমলতাহীন, নির্মম , পর¯পর বিচ্ছিন্ন। শব্দরা কি বন্ধন ছাড়া বাঁচে, পাতারা কি আলো ছাড়া বাঁচে, মানুষ কি সংযুক্তিহীন অদম্য আকর? তাই তো চেয়ে দেখি চেনা অচেনা পরিবেশ প্রতিবেশে উচ্চ গীত, কলহ আর বর্ণিল সন্ধ্যায়, কোমলের শূন্য অনুভূতির আকুতি আর স¤পর্কের দেয়াল পলকা কাচের মতন খান খান হয়ে যায়। মানুষের ইট পাথর মানুষের রক্ত মাংস, মানুষের মানুষী চাওয়া তার চোখের মনির চারপাশে সাদা রক্ত হয়ে জমে আছে।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *