বেঙ্গল পাবলিকেশন্‌‌স

তছনছিয়া

Price
590 BDT

Published on
January 2024

Category


‘‘ শহরবাসীদের প্রাত্যহিক রুটিনটাই ইদানীং বদলে যেতে বসেছে। রাতে ঘুম আসতে চায় না। ব্লাডপ্রেশার বেড়েছে। অনিদ্রা-ক্ষুধামন্দা-অম্বল নিত্যদিনের ঘরোয়া আর্তনাদ। সামনে পবিত্র ঈদুল ফিতর উৎসব। একমাসের সিয়াম সাধনার পর বাঙালি মুসলমানের আনন্দের দিন এটি। অথচ বিশ্বাসী মানুষগুলো মসজিদে গিয়ে খোলা মনে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না। সংযমের বেড়িবাঁধে নিজেকে বেধে মহান রাব্বুল আল আমিনের কাছে নিজেকে সঁপে দেবার এই মাসব্যাপী সাধনাও আজ ভয়-শঙ্কায় ভরা। নির্ঝঞ্ঝাট বাঙালি মধ্যবিত্ত কখনও এরকম নিরস নিরানন্দ নিরাবেগ রোজার ঈদ দেখেনি। ’’ কোভিড সময়ের নিদারূণ এক যন্ত্রণার গল্প ‘তছনছিয়া’। সায়ন নামরে এক কলজে পড়ুয়া সদ্য কৈশোরোত্তীর্ণ যুবকরে মানসকি বর্পিযয় ও করোনা মহামাররি কামড় এক সঙ্গে হাতধরাধরি করে এগয়িছেে উপন্যাসটরি শুরু থেকে শেষ পর্যন্ত । ব্যক্তি-বিপন্নতা আর নির্দয়-নিষ্ঠুর করোনা-সময় একসঙ্গে এগিয়েছে এ উপন্যাসে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *