বেঙ্গল পাবলিকেশন্‌‌স

নির্বাচিত প্রবন্ধ

Price
575 BDT

Published on
December 2013

ISBN
9789849049647

Category


দ্বিজেন শর্মাকে শুধু প্রকৃতিপ্রেমী বললে পুরোটা বলা হয় না। তিনি একাধারে শিক্ষক, অনুবাদক, বিজ্ঞান লেখক, গবেষক, পরিবেশবিদ। সবকিছু ছাপিয়ে বলা চলে তিনি একজন লড়াকু। প্রকৃতি রক্ষায় লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। উদ্ভিদ ও পরিবেশ বিষয়ে শতক ছুঁইছুঁই বয়সেও লিখে চলেছেন অবিরত। পরিবেশ, বিজ্ঞান বিবিধ বিষয় নিয়ে নানা সময়ে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধের সংকলন ‘নির্বাচিত প্রবন্ধ’।

মূলত দ্বিজেন শর্মার রচিত বিভিন্ন বই থেকে নির্বাচিত ৩০টি প্রবন্ধ নিয়ে এই বই। ‘প্রকৃতি ও পরিবেশ’ এবং ‘বিজ্ঞান ও বিবিধ’ এই দুইভাগে সংকলিত হয়েছে প্রবন্ধগুলো। সংকলিত প্রবন্ধগুলোতে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে লেখকের নানা ভাবনার কথা। এর সঙ্গে আছে মুক্তিযুদ্ধকালে তাঁর অভিজ্ঞতার বিবরণ। উদ্ভিদবিজ্ঞান, বিজ্ঞানচেতনা, একাত্তরের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ও সমাজতন্ত্রের অভ্যুদয়, পতন ও সম্ভাবনা লেখকের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে এই বই। এ ছাড়াও প্রকৃতি ও বিজ্ঞান মানবজীবনের কল্যাণে যে কত অত্যাবশ্যকীয় তা প্রাধান্য পেয়েছে এই প্রবন্ধগুলোতে।

বিরলপ্রজ এক নিসর্গী দ্বিজেন শর্মা। প্রকৃতির প্রেমেই জীববিজ্ঞানের স্নাতক হয়েও স্নাতোকত্তর সম্পন্ন করেছেন উদ্ভিদবিদ্যায়। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে অনুবাদক, গবেষক হিসেবে কাজ করেছেন বিস্তর। এখনও বিপুল উদ্যমে কাজ করে যাচ্ছেন উদ্ভিদ সংগ্রহ, উদ্যান নির্মাণ, প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন নিয়ে। ২০১৩ সালে প্রকাশিত নির্বাচিত প্রবন্ধের সংকলন যেন তারই সাক্ষী।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *