নুন-পূর্ণিমা
Price
245 BDT
Published on
27 September 2019
ISBN
978 984 93718-5-4
Category
Tags
সৈয়দ শামসুল হক বাংলাদেশের কবিতার ভুবনকে সমৃদ্ধ করেছেন অভিজ্ঞতা ও জীবনযাপনের বহুকৌণিক দিক উন্মোচন করে। তাঁর কাব্যভুবন নাগরিক জীবনের অভিঘাত এবং অন্যদিকে স্মৃতির তাড়নায় উজ্জ্বল। বৈশাখে রচিত পঙক্তিমালায় তিনি জীবনযন্ত্রণার, বিবমিষার, ক্রোধের, সময়ের স্পন্দনে ও উচ্চারণে হয়ে ওঠেন আমাদের কাব্য-আন্দোলনের অন্যতম শীর্ষ কবি।
মৃত্যুর আগে রচিত নুন-পূর্ণিমা কাব্যগ্রন্থে এই বহুগুণান্বিত কবি দীর্ঘ এক কবিতায় প্রবাহমান জীবন ও নারীর প্রতি ভালোবাসার যে ছবি অঙ্কন করেছেন তা তীব্র, সূক্ষ্ম সংবেদনে বাংলা কবিতায় এক নবীন মাত্রা সংযোজন করেছে। কবিতার সৃজন, মননধমের্ ও স্বাতন্ত্র্যে তিনি যে কত শক্তিমান এ কাব্যগ্রন্থে তার বিচ্ছুরণ আছে।