সম্পাদনা ও অনুবাদ: জাফর আলম
প্রথম প্রকাশ : মার্চ ২০১৫
মূল্য : ২৮০ টাকা
জেল খেটেছেন, দেশত্যাগী হয়েছেন কিন্তু নিজের সংকল্প ও আদর্শ থেকে বিচ্যুত হননি ফয়েজ আহমদ ফয়েজ। চার দশকের অধিককাল তিনি উর্দু কবিতাচর্চার প্রতিটি মুহূর্তে বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, আফ্রো-এশীয় মানুষের মুক্তি ও শান্তির সপক্ষে সংগ্রাম করেছেন। তাই উর্দু সাহিত্যের ইতিহাসে তিনি উজ্জ্বল নাম। তাঁর কবিতা ও কবিতার প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন জাফর আলম ‘ফয়েজ আহমদ ফয়েজ ’ বইয়ে।
উর্দু কবিতার অন্যতম খ্যাতিমান কবি ফয়েজ আহমদ ফয়েজ। প্রতিভার বিচারে তিনি ইকবালসহ শ্রেষ্ঠ উর্দু কবিদের সঙ্গে তুলনীয়। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম এই প্রতিভাবান লেখক বিচরণ করেছেন উর্দু সাহিত্যের প্রায় সব শাখায়। মার্কসবাদে দীক্ষিত এ কবি আজীবন সরব ছিলেন নিপীড়িত মানুষের পক্ষে। সেই মতে অ্যাকটিভিস্ট হিসেবেও তিনি সক্রিয় ছিলেন। তবে তিনি বেশি পরিচিত কবি হিসেবেই। এই বইয়ে শুধুমাত্র তাঁর কবিতার সংকলন করা হয়নি। কবিতার অনুবাদের পাশাপাশি তাঁর সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ ও রচনারও সমাবেশ ঘটেছে এখানে। বিভিন্ন সময়ে প্রকাশিত অন্যান্য লেখকদের রচনাও স্থান পেয়েছে এ বইয়ে। ফয়েজের কবিতার প্রাঞ্জল বাংলা অনুবাদ যেমন আছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে তার প্রেক্ষাপটও বর্ণনা করা হয়েছে এখানে। সেই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই খ্যাতিমান কবির সংক্ষিপ্ত জীবনী ও আসিফ আসলাম ফার্রুখীর নেওয়া একটি সাক্ষাৎকারের অনুবাদ। এ ছাড়াও সংকলিত হয়েছে কবির ওপর রচিত মুর্তজা বশীর, হাসান ফেরদৌস ও জাভেদ হুসেনের প্রবন্ধ। সব মিলিয়ে কবি ও অ্যাকটিভিস্ট ফয়েজ আহমদের পরিচয় পাওয়া যায় বইটিতে।
সরকারি কর্মকর্তা জাফর আলম। লেখালেখিতে আগ্রহ ও সাহিত্যের প্রতি তীব্র অনুরাগের কারণে মূল পেশার পাশাপাশি চর্চা করেছেন সাহিত্য, অনুবাদ করেছেন অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশেষ করে কবি ফয়েজ আহমদ নিয়ে তাঁর অনুবাদকর্ম সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধ আর অনূদিত কবিতার সংগ্রহ নিয়ে এ বইটি প্রকাশিত হয় ২০১৫ সালে।