‘শইলডাই যদি না থাকে জাত ধম্ম দিয়া কি হইবো কও? বুঝাও আমারে?’ বাসন্তীর শরীরে আগুন যতটা না খেলা করছিলো তারচেয়ে বেশি আগুন তার পেটে খেলা করছে ঠিক গুমো মইয়ালের মতো। ডুকনির কী বলার আছে? কী বলা যায় বাসন্তীকে! সবাই জানে সোমাজে কড়ির চায়া নেয়মের দাম বেশি। কিন্তু এই অভাবের দিনে দুর্ভিক্ষের দেমূল যখন প্রতিটা ঘরে আসন পেতেছে, তখন ডুকনি কোন ছাড়! তবু সে বাসন্তীর কাজে সম্মতি জানায় না। বাসন্তী বলে, ‘দেখ ডুকনি, ‘বাইদ্যারা জেবনের সাথে সম্পক্ক পাতে। আমি জেবনের পিরিতে পড়েছি, মরতে আমি পারুম না। তুই থাক তোর সোমাজ লিয়ে।’