বেঙ্গল পাবলিকেশন্‌‌স

বিসর্গ তান

Price
270 BDT

Published on
August 2015

ISBN
9789849162278

Category


‘বিসর্গ তান।’ কবি ও কথা সাহিত্যিক নাহার মনিকা রচিত একটি মাঝারি আকারের উপন্যাস। বেঙ্গল পাবলিকেশন্স থেকে ২০১৫ সালে প্রকাশিত এই উপন্যাসের দাম রাখা হয়েছে ২৭০ টাকা। আর বইটির বিষয়লগ্ন একটি নান্দনিক প্রচ্ছদ করেছেন শিল্পী শিবু কুমার শীল। আর ১৪৪ পৃষ্ঠা বইটিতে অধ্যায় আছে ২৯টি।
নাহার মনিকার জন্ম বাংলাদেশের উত্তরবঙ্গে। গত তিন দশক ধরে তিনি কবিতা এবং গল্প লিখছেন দেশের বিভিন্ন দৈনিকের সাহিত্য পাতায়, সাপ্তাহিক ও সাহিত্য পত্রিকায়।তাঁর লেখা একটু আয়োজন করেই পড়তে হয়। লেখার মধ্যে সেই আয়োজনের শৈলীটি তিনি বেশ করে বুনে দেন। পাঠককে শুরুতে তাঁকে বুঝতে হয়। আলোচ্য বইটি তার প্রথম উপন্যাস। প্রতিটি লেখকের প্রথম উপন্যাসই অধিকাংশ ক্ষেত্রে অনেকটা বা খানিকটা আত্মজৈবনিক হয়ে ওঠে। সে ক্ষেত্রে লেখকের এই উপন্যাসেও আমরা নিজের জীবনের অনেক অভিজ্ঞাকে গল্পের রূপে পেয়ে যাবো। উপন্যাসটি শুরু হয়েছে কাহলিল জিবরানের একটি উদ্ধৃতি দিয়ে। উদ্ধৃতিটি হলো : Yesterday is but today’s memory, and tomorrow is today’s dream. আর শেষ হয়েছে প্রাচীন চীনা দার্শনিক লাও টিজোর একটা উদ্ধৃতি when i let go of what i am i become what i might be.’ দিয়ে। উপন্যাসটি সমস্ত পড়লেই বোঝা যায় যে কথা দুটিটি কতোটা প্রাসঙ্গিক।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নিধি নামের একটি মেয়ে। নিধির চারপাশ, চারপাশের মানুষ নির্লঙ্ঘ্য কোনো স্রোতের টানে বদলে যায়। এইসব মানুষ তার জন্য স্বপ্ন নিয়ে আসে, আবার কখনো স্বপ্নভঙ্গ করে হারিয়ে যায়, রেখে যায় তাদের অনড় ক্ষণকালের দীর্ঘস্থায়ী ছাপ। ভালোবাসার জন্য আকুল প্রাণ নিয়ে শৈত্যদিনের গাছের বাকল খসে পড়ার মতো করে নিজের বলয়ে একা হতে থাকে নিধি নামের মেয়েটি। দূরত্ব, বিচ্ছিন্নতা, দুঃখ, অপারগতা আর মৃত্যু কি তাকে অন্তর্মুখী হতে শেখায়? অথবা, জীবনের এপিঠ-ওপিঠ দেখতে দেখতে চারপাশের মানুষ নিয়ে নিজের অন্তর্গত তোলপাড় ছাপিয়ে বেঁচে থাকার এক প্রগাঢ় ঘোরের দিকে এগিয়ে যায় সে!
প্রবাসজীবন, দেশে ফেরা, সম্পর্কের টানাপোড়েন, সুখ-দুঃখের বুননে বিন্যস্ত এই আখ্যান। শৈশবতাড়িত, স্মৃতি আক্রান্ত মানুষ, যারা এক কিংবা একের অধিক, যারা নিজেদেরকে নিজেদের অথবা আর কারো চোখ দিয়ে দেখে চলেছে। দেখে চলেছে স্থান আর স্থানান্তর, এবং সময় আর সময়ান্তরকে তাদের নিয়ে নাহার মনিকার এই প্রথম উপন্যাস ‘বিসর্গ তান।’



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *